05/05/2024 : 2:18 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে রক্তদান শিবির ও প্রতিবন্ধীদের রিক্সা দান

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ১ অক্টোবর,  ২০২০:


মানুষের পাশে মানুষের সাথে, চেতনা কালচার এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে তখন ঠিক মানুষের পাশে মানুষকে সেবা করার জন্য সব সময় তৈরি ছিলেন চেতনা কালচার এন্ড ওয়েলফেয়ার সোসাইটি।
যখন করণা আবহে ব্লাডব্যাংক নিঃস্ব তখন ঠিক মানুষের রক্তের যোগান দিতে আজ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মধ্যে শ্রীরামপুরে চেতনা কালচার এন্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের জ্ঞানানন্দ মহারাজ ও পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ প্রাক্তন শিক্ষক নীলমাধব রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও গরীব প্রতিবন্ধী মানুষকে রিক্সা দানের মাধ্যমে অনুষ্ঠিত হয় এদিন কার রক্তদান শিবির। সাধারণ মানুষ এর মধ্যে সকলকে মাস্ক, স্যানিটাইজার ও ক্যাপ বিলি করে চেতনার সমস্ত সদস্যরা

Related posts

ডাকাত সন্দেহে গ্রেপ্তার মেমারির চার যুবক

E Zero Point

করোনা ভাইরাসের জেরে ভাতারের রথযাত্রা উৎসব জৌলুসহীন

E Zero Point

মেমারিতে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন