09/05/2024 : 5:43 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রতীকী অনশনে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩ অক্টোবর, ২০২০:


রেল, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিভিন্ন লাভজনক সরকারি সংস্থাগুলিকে বেসরকারীকণের প্রতিবাদের পাশাপাশি বর্তমানে প্রণয়ন হওয়া কৃষক আইনের বিরোধিতা করে, গত ২ অক্টোবর কালনা দু নম্বর ব্লক সিঙেেরকোন পার্টি অফিসের সামনে প্রতীকী অবস্থান ও অনশন কর্মসূচি পালন করল কালনা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।

এই প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন কালনা দু নম্বর ব্লক সভাপতি প্রনব রায়, তৃণমূলের মুখপাত্র দেবু টুডু সহ স্থানীয় পঞ্চায়েত প্রধানর।

কালনা দু নম্বর ব্লক সভাপতি প্রনব রায় বলেন, আজ ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এই প্রতীকী অনশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনিই একমাত্র মানুষ যিনি অহিংস ভাবে কী ভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাঁর জীবন দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়ে তার প্রমাণ দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনা এবং কৃষকদের ওপর জোর জুলুম করার জন্য কৃষি আইন প্রণয়ন করিয়েছে। সেই আইনের বাতিলের দাবিতেই এদিনের এই অবস্থান ও প্রতীকী অনশন।

Related posts

মেমারিতে আধার কার্ড বাতিল চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের

E Zero Point

১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রীদের টিকাকরণ মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে

E Zero Point

প্রয়াত তৃণমূল কংগ্রেসের কর্মী

E Zero Point

মতামত দিন