05/05/2024 : 4:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

দশমীর দিন দেবীকে পান্তা ভাত ভোগঃ পূর্বস্থলীর চুপির ঘোষাল বাড়ির দুর্গোৎসব জৌলুসহীন

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৬ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলীর চুপির ঘোষাল বাড়ির পুজো এ বছর জৌলুসহীন। করোনা আবহে ২০০ বছরের ঐতিহ্যশালী পুরাতন পুজো এ বছর জৌলুসহীন। প্রতি বছরই ধুমধাম করে এলাকার সমস্ত মানুষদেরকে আমন্ত্রণ করে খাওয়ানোর রেওয়াজ রয়েছে ঘোষাল বাড়িতে। কিন্তু করোনা আবহের জন্য এ বছর সব বন্ধ। এখানে দেবী দুর্গা দু হাতে বিরাজমান। দেবী দুর্গাকে মেয়ে রূপে পুজো করার কারণেই দেবীর দু হাত ঘোষাল বাড়ির দেবী দুর্গার।

পূর্ববর্তি রেওয়াজ অনুসারে এখনও দেবী দুর্গাকে কাঠের উনানের জাল দিয়ে দেবী দুর্গার ভোগ নিবেদন করা হয়। দশমীর দিন দেবীকে পান্তা ভাত ভোগ হিসেবে দেওয়া হয়. আর দেবী সেই ভোগ গ্রহন করেই কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু এ বছর করোনা আবহে বাড়ির মেয়ের পুজোর বিষয় অনেক বিধি নিষিদ আরোপ করা হয়েছে বাড়ির পুজোর ক্ষেত্রে। সকলকে মাস্ক ব্যবহার স্যানিটাইজার ইউজ এই সমস্ত করতে হবে। সামাজিক দূরত্ব মেনেই পুজো যাতে হয় তার নজরদারি রাখা হবে ঘোষাল পরিবারের তরফে।

 

Related posts

মঙ্গলকোটের দীর্ঘসোয়া প্রাথমিক বিদ্যালয়ে আনন্দে দিন কাটাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা

E Zero Point

সিজি গ্রুপের সহযোগিতায় সিজি রয়েল কাপ সিজন ফোর

E Zero Point

আড়াই হাজার লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন