06/05/2024 : 1:25 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পৌরসভা থেকে খাস বসবাস কারীদের ট্যাক্স রশিদ বিতরন

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৩ অক্টোবর, ২০২০:


নিজের গৃহ, সে যেমনই হোকনা কেনো,তাতো নিজের। ৪০ বছর ধরে ১৪ নম্বর ওয়ার্ড এ খাস জমির উপর বসবাস করছে ৪০ টা ঘর।  এই ঘরের সকল মানুষ দিন আনে দিন খায়। করোনা ভাইরাস মহামারির জন্য অনেক মানুষের রুজি রোজগার নেই। কোনোরকমে ঘর করে বসবাস করছে এই পরিবার গুলি, ঘরের চাল গুলি এতটাই ছোটো, আর জীর্ণ অবস্থায় আছে। জমির দলিল নেই বলে সরকার থেকে ঘরের কোনোসুযোগ সুবিধা পাইনি এতদিন ধরে।

দুর্গাপুজোর সময় এই অসহায় মানুষ গুলির মুখে খুশির ছোঁয়া দেখা গেলো, কালনা পৌরসভার ১৪-নং ওয়ার্ডে খাস জায়গায় বসবাসকারী গরিব-দুস্থ পরিবার গুলির ট্যাক্সের রশিদ করে দিয়ে তাদের বাসস্থান এর পরিচয় করিয়ে দেন কালনা পৌরসভার পৌর প্রশাসক  দেবপ্রসাদ বাগ। পৌরপ্রশাসক দেবপ্রসাদ বাগ তাঁদের সরকারি ঘর করে দেবেন বলে আশ্বাস দেন।

Related posts

ঈদের নামাজ মেমারি কেন্দ্রীয় ঈদগাহে হবে না, শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব মেনে নামাজ হবে

E Zero Point

মেমারিতে উড়ালপুলের কাজ শুরু করার দাবীতে বিক্ষোভ ও ডেপুটেশন

E Zero Point

গ্রেফতার হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে

E Zero Point

মতামত দিন