03/05/2024 : 11:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে জৌলুসহীন লক্ষীপুজো

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৮ অক্টোবর, ২০২০:


 কিছু কিছু গ্রামে দুর্গাপুজো হয়, লক্ষীপুজোয় জাঁকজমকভাবে পালিত হয়। কিন্তু করোনা আবহে এ বছর ছবিটা একটু অন্য রকম। তেমনই পূর্বস্থলী দু নম্বর ব্লকের সরডাঙ্গা গ্রামে প্রতি বছরই গ্রামের পাঁচ ছয়টি ক্লাব মিলে জাঁকজমক করে লক্ষীবেশি থাকে। কিন্তু করোনা মহামারির জন্য এ বছর প্রতিটি ক্লাবের পুজোয় একপ্রকার জৌলুসহীন। হচ্ছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ। সরডাঙ্গা এলাকার বেশির ভাগ মানুষই কৃষিজীবী, আর এবছর চাষও সেইভাবে সবজির দাম পাইনি লক ডাউন থাকার কারণে চাষিরা। কার্যত গ্রামের একমাত্র লক্ষীপুজোতে এ বছর জৌলুসহীন। শুধুমাত্র সামাজিক দূরত্ব মেনে পুজোটুকু করা হবে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা।

Related posts

মেমারি সম্মিলনীর রক্তদান শিবিরে সাংবাদিক সংবর্ধনা

E Zero Point

পার্টী কর্মীর জীবনাবসান

E Zero Point

“পথশ্রী” প্রকল্পে রাস্তার উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক

E Zero Point

মতামত দিন