03/05/2024 : 11:30 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সমব্যাথী প্রকল্পের টাকা নিয়ে অভিযোগ কাটোয়ায়

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ১৩ নভেম্বর ২০২০:


২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হিসাবে পশ্চিমবঙ্গে শুরু হলো সমব্যাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির কেউ বা আত্মীয় স্বজনরা কেউ মারা গেলে তার শব দেহ দাহ করা বা সমাধিস্থ করার জন্য ২০০০ টাকা পরিবারের সদস্য দের হাতে তুলে দেওয়া হয়।

যদিও এই টাকা পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে সঙ্গে সঙ্গে দেবার কথা কিন্ত কাটোয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত পলসোনা পঞ্চায়েতে সেটা নিয়েও চলছে রাজনীতি এমনি অভিযোগ করেছেন কুয়ারা গ্রামের দুই বিজেপি কর্মী রাখহরি ঘোষ ও সুদীপ চন্দ্র নামে ২ ব্যাক্তি।

তাঁদের অভিযোগ বাবা মারা গেছেন একজনের ৫ মাস এবং আর একজনের ১০ মাস প্রায় বছর শেষে হতে চললো কিন্তূ তারা এখনো সমব্যাথী প্রকল্পের টাকা পায়নি কারণ তারা বিজেপি করেন অথচ তাঁদের বাড়ির সামনের সমব্যাথী প্রকল্প নিয়ে পোস্টার মেরেছে তৃণমূল।

Related posts

করোনা সচেতনা প্রচার, মাস্ক বিলি

E Zero Point

খন্ডঘোষে স্ত্রী, কন‍্যা সহ শ‍্যালিকাকে অস্ত্রের কোপ, অভিযুক্তকে গ্রেপ্তার ও আদালতে পেশ

E Zero Point

জমিয়তে উলামার বৃক্ষরোপন কর্মসূচী

E Zero Point

মতামত দিন