06/05/2024 : 5:57 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

শুভেন্দু অধিকারীর পদত্যাগ মালদায় কোন প্রভাব পড়বে নাঃ শুভময় বসু

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২৮ নভেম্বর, ২০২০:


লোকসভা,বিধানসভা পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচনে মালদা জেলায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সূত্রে প্রতিটি কর্মীর সাথে ভালো সম্পর্ক শুভেন্দু অধিকারীর। সেই বলে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করায় মালদা জেলায় দলের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়ে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু। এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সুমলা আগরওয়াল।

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন এই বিষয়টি কোর কমিটি দেখছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন। অন্যদিকে তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের পর ই মালদার নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয় কলকাতায়।এই বিষয়ে তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে মালদায় ভালো ফলাফল করা যায় তার জন্য এই জরুরি বৈঠক।

Related posts

বিরোধী শিবির ছেড়ে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

E Zero Point

দুর্গাপুরে রাখীবন্ধন ও বৃক্ষরোপণ উৎসব পালন

E Zero Point

পূর্ব বর্ধমান সহ কিছু জেলায় নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল

E Zero Point

মতামত দিন