03/05/2024 : 2:04 AM
আমার দেশসম্পাদকীয়

৮ ডিসেম্বর ভারত বনধঃ ভারত দেখতে চায়, অন্নদাতার পক্ষে কে ?


এম. কে. হিমু


বিগত ৯ দিন ধরে দিল্লির সীমান্তে অবস্থান করেছে ভারতের অন্নদাতারা। দাবী একটাই কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনে সংশোধন কিংবা প্রত্যাহার। চার দফা সরকারের সাথে হয়ে গেল বৈঠক। কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারেনি সরকার।

শনিবার পঞ্চম দফার বৈঠকের পূর্বেই কৃষক আন্দোলনের কৃষক নেতারা ঘোষণা করলেন ভারত বনধের। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন ভারতের অন্নদাতারা।

যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গেছে যে, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের পরিবর্তে আইনে কিছু সংশোধন করা হতে পারে। কিন্তু কৃষক সংগঠনের নেতারা জানিয়ে দিলেন, শুধু সংশোধন নয়। তিনটি আইনই প্রত্যাহার করতে হবে।

ভারতের ইতিহাসে অরাজনৈতিক কারণে ভারত বনধের ডাক খুব বেশি দেখা যায়নি। কৃষি প্রধান দেশে অন্নদাতারা আজ যে সঙ্কটের সম্মুখীন হয়েছেন, তাই তারা তেমনই এক অরাজনৈতিক ভারত বনধের ডাক দিয়েছেন। ভারত দেখতে চায়, অন্নদাতার পক্ষে কে ?

 

Related posts

তথ্যপ্রযুক্তিনির্ভর বৃত্তি কর্মসূচির জন্য আদিবাসী বিষয়ক মন্ত্রক স্কচ স্বর্ণ পুরস্কার পেল

E Zero Point

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কামাল খান

E Zero Point

দিল্লিতে ই-সঞ্জীবনী প্ল্যাটফর্মের মাধ্যমে সিজিএইচএস এর টেলি-কনসালটেশন পরিষেবা

E Zero Point

মতামত দিন