26/04/2024 : 12:36 PM
আমার দেশসম্পাদকীয়

৮ ডিসেম্বর ভারত বনধঃ ভারত দেখতে চায়, অন্নদাতার পক্ষে কে ?


এম. কে. হিমু


বিগত ৯ দিন ধরে দিল্লির সীমান্তে অবস্থান করেছে ভারতের অন্নদাতারা। দাবী একটাই কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনে সংশোধন কিংবা প্রত্যাহার। চার দফা সরকারের সাথে হয়ে গেল বৈঠক। কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারেনি সরকার।

শনিবার পঞ্চম দফার বৈঠকের পূর্বেই কৃষক আন্দোলনের কৃষক নেতারা ঘোষণা করলেন ভারত বনধের। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন ভারতের অন্নদাতারা।

যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গেছে যে, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের পরিবর্তে আইনে কিছু সংশোধন করা হতে পারে। কিন্তু কৃষক সংগঠনের নেতারা জানিয়ে দিলেন, শুধু সংশোধন নয়। তিনটি আইনই প্রত্যাহার করতে হবে।

ভারতের ইতিহাসে অরাজনৈতিক কারণে ভারত বনধের ডাক খুব বেশি দেখা যায়নি। কৃষি প্রধান দেশে অন্নদাতারা আজ যে সঙ্কটের সম্মুখীন হয়েছেন, তাই তারা তেমনই এক অরাজনৈতিক ভারত বনধের ডাক দিয়েছেন। ভারত দেখতে চায়, অন্নদাতার পক্ষে কে ?

 

Related posts

গুজরাতে ‘ভারত বনধ’ হবে না, জোর করে বন্ধ করলে ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী বিজয় রুপানী

E Zero Point

আপনি কি ইনভার্টার ব্যবহার করেন? নতুন প্রযুক্তির লিওন সিরিজের ইনভার্টার এলো বাজারে

E Zero Point

৫টি রাজ্যের সংক্রমণের হার এবং সংক্রমিতদের মৃত্যুর ঘটনা বেশীঃ স্বাস্থ্য মন্ত্রক

E Zero Point

মতামত দিন