29/04/2024 : 7:25 AM
আমার বাংলা

১ থেকে ১০ জুন ২০২১ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৩ ডিসেম্বর, ২০২০:


সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হয়। তবে করোনা আবহে আগামী বছর তা পিছিয়ে গেল। আগামী বছরের জুন-জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই প্রস্তাবে রাজ্য সরকার সায় দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আজ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের ১ জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তা চলবে ১০ জুন পর্যন্ত। তার পরেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যদিও ওই পরীক্ষা কবে থেকে হবে, তা এখনও পর্যন্ত জানায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বুধবারের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছর ১ জুন মাধ্যমিকের প্রথমভাষা বাংলা, ইংরেজি, হিন্দি-সহ একাধিক প্রথম ভাষার পরীক্ষা ওই দিন হবে।  ২ জুন  দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। শুক্রবার, ৪ জুন ইতিহাস পরীক্ষা। ৫ জুন ভূগোল  এবং সোমবার, অর্থাৎ ৭ জুন নেওয়া হবে অঙ্কের পরীক্ষা। ৮ জুন, মঙ্গল পদার্থবিদ্যা এবং ৯ জুন জীববিজ্ঞানের পরীক্ষা হবে। ১০ জুন, অর্থাৎ বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

Related posts

যুবনেতা নিত্যানন্দ ব্যানার্জীর উদ্যোগে তৃণমূল যুব কংগ্রেসের রাখি বন্ধন উৎসব

E Zero Point

স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন মেমারিতে

E Zero Point

ক্রিকেট ম্যাচে পরিবেশ সচেতনতার বার্তা জামালপুরে

E Zero Point

মতামত দিন