28/04/2024 : 3:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়

দামোদরের ধারে পিকনিকপ্রেমীদের সচেতনতার বার্তা পুলিশের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, শক্তিগড়, ১ জানুয়ারি ২০২১:


শক্তিগড় থানার উদ্যোগে পিকনিক করতে আসা দামোদরের ধারে মানুষজনকে মাস্ক বিলি ও প্লাস্টিক দ্রব্য বর্জন করে, মানুষ যেন পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করে সেইজন্য মানুষ জনের হাতে প্লাস্টিকের বা থার্মোকলে থালা ও প্লাস্টিকের গ্লাস পরিবর্তন করে শালপাতার থালা ও গ্লাস দেওয়া হয়।

মানুষকে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করার ব্যাপারে সচেতন করা হয়। পরিবেশ না বাঁচলে আমরা কেউই বাঁচতে পারব না তাই জেলা পুলিশ এই ব্যাপারে মানুষকে সচেতন করে তুলছে যাতে মানুষ পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করে।

Related posts

মেমারিতে পিকনিক করতে এসে ডিভিসিতে তলিয়ে মৃত্যু যুবকের

E Zero Point

একজন চালক ও ২ জন যাত্রী নিয়ে টোটো চলবে ভাতারেঃ টোটো ইউনিয়ন

E Zero Point

মেমারিতে ডাকাতির আগেই গ্রেপ্তার ২

E Zero Point

মতামত দিন