জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ জানুয়ারি ২০২১:
একদিকে করোনার ভ্রুকুটি অন্যদিকে দীর্ঘদিন পর গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি। নতুন বছরের শুরুতে মানুষের মধ্যে মুক্তির আনন্দ থাকুক কিন্ত সচেতন ভাবে সেই আনন্দ উপভোগ করুক।
সেই লক্ষ্যে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নির্দেশে পুলিশ আজ পৌঁছে গিয়েছিল পাল্লার পিকনিক স্পটে। আগত সমস্ত পিকনিক প্রেমীদের মেমারি থানার থেকে ৩০০ জনকে আজ মাস্ক দেওয়া হয় ।