04/05/2024 : 1:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

তিনশো বছরের কাঁদুনির মেলা পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৬ জানুয়ারি ২০২১: 


পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত মাধাইপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় শুরু হল কাঁদুনি মেলা। আজ এবং আগামিকাল দুদিন ধরে চলবে এই মেলা, শ্মশানঘাট সংলগ্ন এলাকায় মেলাটি হয় বলেই নাম কাঁদুনি মেলা।

কথিত আছে মৃতদেহ পোড়াতে এসে মৃতের আত্মীয় পরিজনরা কান্নাকাটি করত, শেষে গঙ্গায় স্নান করে বাড়ি ফিরত, তিনশো বছর পূর্বে সেই সময় মেলার প্রচলন ঘটেছিল, বলেই নাম কাঁদুনি মেলা এমনই জানিয়েছেন বর্তমান প্রধান সুভাষ ঘোষ।

করোনা আবহে দীর্ঘদিন সমস্ত কিছু বন্ধ থাকার পর অবশেষে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে, কাঁদুনি মেলা হচ্ছে এ বছর, মেলাজুড়ে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও।

Related posts

প্রাক নির্বাচনী সমীক্ষাঃ মঙ্গলকোটের চানক অঞ্চলের পুরনো তৃণমূল নেতারা কেন চুপচাপ ?

E Zero Point

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক বর্ধমানে

E Zero Point

বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির ১৩ তম দিবার্ষিক জেলা সম্মেলন

E Zero Point

মতামত দিন