10/05/2024 : 7:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দামোদর বাঁধ সংলগ্ন পলি মাটি এলাকায় আলু চাষই ভরসা চাষীদের

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, খন্ডঘোষ, ২৯ জানুয়ারি ২০২১:


হেঁসেল সামলাতে আলুর বিকল্প নেই। বাজার যা অগ্নিমূল্য তাতে চোখের জল ঝরাতে কোনো অংশে কম যায়না আলু। তবে এখন কিছুটা হলেও তুলনামূক দাম কমেছে আলুর ।
বাজারে আলুর চাহিদা সব সময়। আলুর মূল্য যখন প্রতি কেজি ৫০ টাকা তখনও কিন্তু সমান চাহিদা ছিল আলুর ।
এখন চাষীরা নতুন আলু ক্ষেত থেকে তুলে বাজারজাত করছে সেই আলুর নাম পোখরাজ আলু।
জানা যায় এই পোখরাজ আলু খেত থেকে সরাসরি বাজারজাত করা হয় হিমঘরে রাখা হয়না।


পূর্ব বর্ধমান জেলার, দামোদর নদীর বাঁধ সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপকভাবে আলুর চাষ হয়, বিশেষ করে এই এলাকা গুলিতে জ্যোতি ও চন্দ্রমুখী আলুর চাষ হয় ব্যাপক হারে ।
পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিস্তৃন্ন পলিমাটি এলাকায় আলুর চাষ হয়, জামলপুরের চকদিঘি সংলগ্ন মধ্যে চন্দ্রমুখী আলু ক্ষেতে আলুর পরিচর্যায় ব্যাস্ত এক চাষী। সেই চাষীর সাথে কথা বলে জানা যায় এবছর আলুর ফলন কি রকম , কি সুবিধা এবং কতটা মুনাফা হবে এই চন্দ্রমুখী আলু চাষে ।

Related posts

গণপিটুনিতে মৃত রবিন পালের ঘটনার সিবিআই তদন্ত করা হোকঃ সাংসদ সৌমিত্র খাঁ

E Zero Point

আবার তৈরী হয়েছে নতুন করোনা আতঙ্ক

E Zero Point

জাতীয় আইনী পরিষেবা দিবস হাওড়ায়

E Zero Point

মতামত দিন