30/04/2024 : 10:35 PM
আমার বাংলাকোচবিহার

মহিলা সমবায় সংঘের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ৬ ফেব্রুয়ারি ২০২১:


রানীরহাট মহিলা সমবায় সংঘের পক্ষথেকে, গত কয়েক বৎসর ধরে শুধুমাত্র, মহিলা বা সমবায় সংঘের সদস্যা দেড় নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় l সেই মোতাবেক, আজ মেখেলিগঞ্জ ব্লকের রানীরহাটে, স্থানীয় শৌলমারি হাই স্কুলের মাঠে, রানীরহাট মহিলা সমবায় সংঘের পক্ষথেকে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অয়োজন করা হয় l

এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেখেলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার, রানীরহাট অঞ্চলের প্রধান ফুলেশ্বর রায় ও উপ-প্রধান সান্তনা অধিকারী ও শৌলমারি হাই স্কুলের প্রধান শিক্ষক সঠিক চন্দ্র রায় l এইদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে প্রসঙ্গে, মেখেলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার জানান,খেলা ধুলার মদ্ধ দিয়েই মানুষের মন ও স্বাস্থ ভালো থাকে, আর এই খেলাধুলার মধ্য দিয়েই একতাবোধ গঠন সম্ভব, আর একতাবোধ গঠন করবার উদ্দেশ্য নিয়েই, প্রত্যেক বৎসর, শুধুমাত্র মহিলা সমবায় সংঘের সদস্যা দেড় নিয়ে, এই প্রতিযোগিতার আয়োজন করা হয় l

Related posts

শ্রীরামপুরে রাস্তা উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

E Zero Point

জলপাইগুড়ি ডিওয়াইএফআই-এর প্রতিবাদ কর্মসূচি

E Zero Point

প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে ‘বর্ধমান সহযোদ্ধা’

E Zero Point

মতামত দিন