26/04/2024 : 11:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

৪০০ কোটির পলিফিল্ম কারখানার শিলান্যাসে পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পশ্চিম বর্ধমান, ১ সেপ্টেম্বর ২০২১:


রাজ্যে এখন বিনিয়োগের নতুন ঠিকানা হয়ে উঠতে চলেছে বর্ধমানের পানাগড় শিল্পতালুক। বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছে রাজ্য। সেখানে তৈরি হচ্ছে একাধিক শিল্প। গড়ে তোলা হচ্ছে শিল্পবান্ধব পরিবেশ। পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুক সেজে উঠছে মুখ্যমন্ত্রীর আসা এবং ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা এক বেসরকারি পলিফ্লিম কারখানার শিলান্যাস করার কর্মসুচীকে কেন্দ্র করে ।

পানাগড় শিল্পতালুকে শিল্পায়নের বার্তা দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তার পর এবার সেখানেই স্থাপন হচ্ছে একটি পলিফিল্ম কারখানা। বুধবার চারশো কোটি টাকার ওই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কারখানায় কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার যে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্থর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্থাপিত হবে তার উৎপাদন শুরু হতে ৩ বছর সময় লাগবে।


Related posts

মেমারিতে ২৬ কিলো গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

E Zero Point

পাশে দাঁড়িয়ে বিধায়ক, মেমারির সভা মঞ্চে ভুল জাতীয় সঙ্গীত গাইলেন তৃণমূল নেতা

E Zero Point

ডাকাতির উদ্দেশ্য জড়ো হাওয়ায় এক দুষ্কৃতীকে গ্রেফতার

E Zero Point

মতামত দিন