02/05/2024 : 6:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবাঁকুড়া

দিল্লিতে যাতে কৃষকরা যেতে না পারে তার জন্য কংক্রিটের দেওয়াল তোলা হচ্ছে, বললেন কৃষক নেতা আব্দুর রব

জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ৬ ফেব্রুয়ারি ২০২১:


বাঁকুড়া জেলার ইন্দাস সি পি আই এম ও কৃষক সভার উদ্যোগে ইন্দাসে আজ ৬ ই ফেব্রুয়ারি শনিবার সকালে দিল্লিতে কৃষকদের উপর অমানবিক আচরণের বিরুদ্ধে চাক্কাজ্যাম কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া জেলা কৃষক নেতা আব্দুর রব বলেন, লক্ষ লক্ষ কৃষক দিল্লিতে খোলা আকাশের নিচে দীর্ঘ আড়াই মাস ধরে আনন্দোল করছে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করছে।

কৃষকরা যাতে দিল্লিতে পৌঁছাতে না পারে তার জন্য কংক্রিটের দেওয়াল তোলা হচ্ছে। রাস্তায় পেরেক পোঁতা হচ্ছে। এছাড়াও তিনি আরো বলেন যেখানে কৃষকদের ধর্না ও আন্দোলন চলছে সেখানে যে পানীয় জলের ব্যবস্থা ছিল সেই ব্যাবস্থা নষ্ট করা হচ্ছে। এই চাক্কাজ্যাম কর্মসূচি প্রায় এক ঘন্টা ধরে চলে। এর ফলে যানজটের সৃষ্টি হয়। এই চ্চাকাজ্যাম কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কৃষক নেতা আব্দুর রব, এরিয়া কমিটির সম্পাদক সেলিম মন্ডল, সিটু নেতা নব ঘোষ, ধনপতি রুদ্র, নজরুল ইসলাম সহ অন্যান্য সি পি আই এম এর নেতৃত্ব সহ কর্মীরা ।

Related posts

মেমারিতে গাড়ির ব্যাটারী চুরি করতে এসে ধৃত উত্তর ২৪ পরগণার বাসিন্দা

E Zero Point

মেমারি পৌর নির্বাচনের প্রস্তুতি শুরু তৃণমূল কর্মীদের

E Zero Point

নাইট কার্ফু সফল করতে পথে নামল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী

E Zero Point

মতামত দিন