13/09/2024 : 2:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

আদিবাসী শিল্পী চাঁদ মনি হেমরমের পাশে বিধায়ক ও বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়া, ১০ জুনঃ বর্তমান সময়ে সঙ্গীত জগতের সম্ভাবনাময় শিল্পী,গরীব ক্ষেতমজুর আদিবাসী মায়ের কন্যা চাঁদমনির বাড়িতে আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন(ডিওয়াইএফআই) পাণ্ডুয়া লোকাল কমিটি এবং এলাকার বিধায়ক আমজাদ হোসেন। গরীব বিধবা মায়ের তিন কন্যা সন্তানের একজন চাঁদমনি। কোন প্রথাগত শিক্ষা ছাড়াই সঙ্গীত জগতে নিজের অস্তিত্বের জানান দিয়েছে সে।বাড়িতে এখনো ইলেকট্রিক পৌঁছায়নি। নেই ব্যবহার যোগ্য শৌচাগারও।রেওয়াজ করার জন্য একটা হারমোনিয়াম পর্যন্ত নেই তার।এমত অবস্থায় দশম শ্রেণির ছাত্রী চাঁদমনির লেখাপড়ার দায়িত্ব নিলডিওয়াইএফআই পাণ্ডুয়া লোকাল কমিটি। যত দূর পর্যন্ত পড়তে চায় সে পাশে থাকবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ।

তার হারমোনিয়াম,বাড়ির ইলেকট্রিক কানেকশন ও শৌচাগারের সমস্যার বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব দিলেন এলাকার বিধায়ক আমজাদ হোসেন এবং বিষয় গুলি ব্যক্তিগত ভাবে দেখবেন যাতে সমাধান হয় তাও বললেন।
এলাকার বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অভিষেক ঘোষ, জেলা কমিটির সদস্য শিবু ঘোষ,মন্টু মন্ডল, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জয়দেব ঘোষ,কলেজ কর্মচারী ইউনিয়নের নেতা সুদীপ্ত চক্রবর্তী, ছাত্রদের পক্ষে আবির লাল মুখার্জি ছাড়াও শুভেন্দু সাহা সহ এলাকার নেতৃত্ব।

Related posts

অতিথির মতো নদীভাঙন এবারও তামঘাটায়

E Zero Point

দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য আনন্দভোজ

E Zero Point

মহিলারা কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলে যোগাযোগ করুনঃ বিধায়ক

E Zero Point

মতামত দিন