29/11/2023 : 4:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

তৃণমূল-বি.জে.পি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মঙ্গলকোটের রামনগর গ্রাম

পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোট, ১০ জুনঃ গত ৯ ই জুন অমিত শাহের ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে আজ তৃণমূল-বি.জে.পি সমর্থক  পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। উভয় পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মঙ্গলকোটের চাণক অঞ্চলের রামনগর গ্রাম। ঘটনায় বি.জে.পির দুই কর্মী প্রদীপ ঘোষ ও কার্তিক বাগ আহত হয়েছে। স্থানীয় ও বি.জে.পি সূত্রে জানা যাচ্ছে –  ভার্চুয়াল সভারব বিরোধীতা করে তৃণমূল। ফলশ্রুতি স্বরূপ আজ সকালে প্রদীপ ঘোষ ও কার্তিক বাগকে মারধর করা হয়। আহত প্রদীপ ঘোষকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্তিক বাগের মাথায় তিনটি সেলাই পড়ে।
পশ্চিম মঙ্গলকোটের ৪৯ নং মণ্ডলের বি.জে.পির সাধারণ সম্পাদক প্রসেনজিত লাহা বললেন, মারধর করে বি.জে.পি কর্মীদের আটকানো যাবে না। যারা মারধর করেছে তারা যে এলাকার তৃণমূল কর্মী সেটা সবাই জানে।

সাংবাদিকের ফোন না ধরার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় পুলিশ পিকেটিং আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Related posts

এস.আই সঞ্জয় সিং-এর পর আরও দুই কনস্টেবল করোনা আক্রান্ত মেমারি থানায়

E Zero Point

রমজান নাকি রমদান ?

E Zero Point

জাতীয় ভোটার দিবস পালন মেমারিতে

E Zero Point

মতামত দিন