আমিরুল ইসলাম, ভাতার, ৯ জুনঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কালিপাহাড়ি গ্রামে একটি ২ বছরের শিশু করোনাই আক্রান্ত হয়েছিল। দীর্ঘ ১৪ দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে গতকাল রাত্রে বাড়ি ফিরে ওই দুই বছরের শিশু টি। আজ তাকে ভাতার ব্লক আধিকারি শুভ্র চট্টোপাধ্যায়, ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি ও নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী সম্বর্ধনা দিতে হাজির হন ওই শিশুটির বাড়িতে। তাকে বেশ কিছু খেলনা চকলেট উপহার দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। খেলনা চকলেট পেয়ে খুশি ওই শিশুটি। ওই শিশুটির মা-বাবা খুশি হয়েছেন প্রশাসনের আধিকারিকরা উনার খোঁজ খবর নিয়েছে বলে।
এবিষয়ে উপপ্রধান জুলফিকার আলী জানান, আজ প্রশাসনের আধিকারিকরা এসেছে ওই শিশুকে সম্বর্ধনা দিতে ।আমরা ঐ শিশুটি যাতে ভবিষ্যতে আরো জীবন যুদ্ধে জয়লাভ করতে পারে ঈশ্বরের কাছে আশীর্বাদ করি ।