16/01/2025 : 8:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের ঠাকুর পুকুরে সদ্যোজাত শিশুর দেহ, এলাকায় চাঞ্চল্য

আমিরুল ইসলাম, ভাতার, ৯ জুনঃ  পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাতনী গ্রামের ঠাকুরপুকুরে একটি সদ্যোজাত শিশুর হাসতে দেখে এলাকার মানুষ। খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খবর দেয়া হয় ভাতার থানাই। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ।স্থানীয় মানুষের দাবি কোথা থেকে এসেছিল কে বা কারা ফেলল পুলিশ তদন্ত করে দোষীদের সাজা দিক।
এই সদ্যোজাত শিশুর দেহ পুকুরে ভাসতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

Related posts

২০১৪ সালে টেটের  উত্তরপত্র যাচাইয়ের  রিপোর্ট দিতে হবে মার্চে

E Zero Point

ভাটা মুখী বিষধর সাপের ঝাপান খেলা

E Zero Point

উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার

E Zero Point

মতামত দিন