09/12/2023 : 1:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের ঠাকুর পুকুরে সদ্যোজাত শিশুর দেহ, এলাকায় চাঞ্চল্য

আমিরুল ইসলাম, ভাতার, ৯ জুনঃ  পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাতনী গ্রামের ঠাকুরপুকুরে একটি সদ্যোজাত শিশুর হাসতে দেখে এলাকার মানুষ। খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খবর দেয়া হয় ভাতার থানাই। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ।স্থানীয় মানুষের দাবি কোথা থেকে এসেছিল কে বা কারা ফেলল পুলিশ তদন্ত করে দোষীদের সাজা দিক।
এই সদ্যোজাত শিশুর দেহ পুকুরে ভাসতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

Related posts

শুভ সূচনা সেহারাবাজার ২০২১-এর উৎসব কৃষি ও বইমেলা

E Zero Point

মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে মা মঙ্গলচন্ডীর পুজো

E Zero Point

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চাষিরা চরম সমস্যায় মেমারিতে

E Zero Point

মতামত দিন