জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২ জানুয়ারি ২০২৩:
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বড়নীলপুর থেকে কার্জন গেট হয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ১নং গেট পর্যন্ত নতুন বর্ষে রাতে শব্দ ও আতসবাজীর বায়ু দূষণ রুখতে সচেতনতার বার্তা দিয়ে সাইকেল যাত্রা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে, একাধিক সাইকেল আরোহী এদিন এই সাইক্লোথনে অংশ নেয়।
আয়োজকদের তরফে কৌস্তভ ঘোষ জানান আকর্ষণীয় সচেতনতা মূলক বার্তা , নিয়ম মেনে সাইকেল চালানো ইত্যাদি নানা মাপকাঠি বিচার করে এদিনের সেরা তিন প্রতিযোগী ঋত্বিক দেব , রাহুল নন্দী ও অনিমেষ নায়েক।
বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অতন্ত্র দাস ও মহিলা উদ্যোগপতি রোশনি দাস ভট্টাচার্য , সেরা প্রতিযোগী দের হাতে তারা পুরস্কার তুলে দেন।