07/05/2025 : 1:40 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

একই দিনে মঙ্গলকোটে দু জায়গায় সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের, রাজনৈতিক চর্চা তুঙ্গে

আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ৯ জুনঃ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার নিজের নিজের বিধানসভার বিধায়কদের করোনা ভাইরাস ও আমফানের পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলকোট ব্লকে একই দিনে পৃথক পৃথকভাবে দুই জায়গায় সাংবাদিক সম্মেলন হয়। তারপরই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে মঙ্গলকোট ব্লক জুড়ে।
প্রথমে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলন করেন সকাল দশটায় তার দলীয় কার্যালয় কৈচরে।
এরপর রাজ্যের মন্ত্রী তথা মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলন করেন নতুন হাটের মিলন পাঠাগারে। তৃণমূল কংগ্রেসের দলীয় মিটিং সিদ্দিকুল্লা চৌধুরী সরকারি গ্রন্থগারে করায় সে বিষয়ে নানান প্রশ্নের সম্মুখীন হন বিধায়ক।

ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান, তিনি দলের নির্দেশ মতোই সাংবাদিক সম্মেলন করেছেন। কে কোথায় সাংবাদিক সম্মেলন করছেন তার জানা নেই।

অপরদিকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান গত দু তারিখে আমাকে বিধানসভায় জানানো হয় আগামী ইংরেজি ৯ তারিখে সাংবাদিক সম্মেলন করতে হবে। তাই আমি আজ মঙ্গলকোটের সাংবাদিক সম্মেলন করলাম।
সব মিলিয়ে একই দিনে দুই জায়গায় সাংবাদিক সম্মেলন হওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

Related posts

কন্যাশ্রী দিবসে, সদ্যজাত কন্যাসন্তানকে ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি

E Zero Point

কালনায় কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা 

E Zero Point

বাবা গ্রহরাজ প্রতিষ্ঠা দিবস পালন

E Zero Point

মতামত দিন