আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ৯ জুনঃ করোনা ভাইরাস ও আমফান ঝড়ের কীভাবে মোকাবেলা করেছিল তৃণমূল কংগ্রেস এবং মানুষের পাশে কিভাবে তারা দাঁড়িয়েছিল। পাশাপাশি বিজেপির কুৎসার বিরুদ্ধেসাংবাদিক সম্মেলন করলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী। এখানে বেশ কয়েকটি চিত্রসাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী জানান, আমরা করনা মোকাবেলার জন্য প্রায় ৩০ হাজার মানুষকে ত্রাণ পৌঁছে দিয়েছি বাড়িতে বাড়িতে। পাশাপাশি আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ যাতে পায় সেই চেষ্টা করছি।এ সমস্ত পরিযায়ী শ্রমিক ফিরেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি। সরকারিভাবে যেগুলো করেন টাইম সেন্টার করা হয়েছিল সেই সমস্ত সেন্টারে প্রতিদিন খোঁজ রেখেছি। বিজিপি সমস্ত কিছু না করেই তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করছে।