29/09/2023 : 12:12 PM
আমার বাংলা

বাম আমলে লসে চলা তন্তুজ মুখ্যমন্ত্রীর আমলে লাভের মুখ দেখেছেঃ মন্ত্রী স্বপন দেবানথ

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী,২৪ সেপ্টেম্বর ২০২২:


বাম আমলে লসে চলা তন্তুজের শোরুমে পুজোর আগে উপচে পড়া ভিড়। পূর্বস্থলীর এক নম্বর ব্লকের শ্রীরামপুরের তন্তুজ কাপড়ের শোরুমে শুক্রবার হাজির হলেন সোনারপুরের বিধায়িকা তথা অভিনেত্রী লাভলী মৈত্র। এছাড়াও তার সাথে হাজির ছিলেন বিধায়িকা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অসীমা মহাপাত্র, আরেক মন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ।

এদিন বিধায়িকা লাভলী মৈত্র বলেন, এখন বেশিরভাগ মানুষই কটনের উপর জিনিস কিনতে পছন্দ করেন, আমি কলকাতা তন্তুজের রেগুলার কাস্টমার। আজ এখানে শোরুমে এলাম অনেক ভালো ভালো কালেকশন আছে। নিজেও তিনটে শাড়ি কিনেছি। পাশাপাশি ফেলে দেওয়া শাড়ির অংশ দিয়ে শাড়ির ডিজাইন অনুযায়ী জুয়েলারিও পাওয়া যাচ্ছে তন্তুজের শোরুমগুলো থেকে সেগুলিও আকর্ষণীয়।

সকলকে তন্তুজের শোরুম এসে কাপড় কেনার জন্য অনুরোধ জানান বিধায়িকা লাভলী মৈত্র। পাশাপাশি মন্ত্রী স্বপন দেবনাথ বলেন বাম আমলে লসে চলা তন্তুজ মুখ্যমন্ত্রীর আমলে লাভের মুখ দেখেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তন্তুজের বহু শোরুম রয়েছে। পুজো উপলক্ষে নানান রকম কালেকশনও রয়েছে। পাশপাশি আজকের শ্রীরামপুরের শোরুমে লাভলি মৈত্র আশায় অনেক মানুষ এখানে এসে ভিড় করেছে অনেক কেনাকাটাও করছেন এলাকার বাসিন্দারা। ২০১১ সালের পর থেকে তন্তুজের সাফল্য তুলে ধরেন মন্ত্রী।


 

Related posts

মোবাইল না পেয়ে আত্মঘাতী

E Zero Point

করোনা সচেতনতা প্রসারে প্রতীকি বার্তা গ্রহরাজ ঠাকুরের

E Zero Point

কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন