06/10/2024 : 10:40 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে পার্কাস রোডের মার্কেটে জীবাণুনাশক স্প্রে দরজা

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৯ জুনঃ পূর্ব বর্ধমানের রবি প্যালেস মার্কেটের সামনে পার্কাস রোড এলাকায় একটি জীবানুনাশক স্প্রে দরজা বসানো হল। এদিন সকালে জীবাণুনাশক স্প্রে দ্বারোদ্ঘাটন করলেন রাজেশ সাউ। বর্ধমান রাইস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই স্যানিটাইজার স্প্রে দরজা বসানো হয়। রাজেশ সাউ জানান, মার্কেটে এই প্রথম কোনো জীবাণুনাশক দরজা হল। মার্কেটে আসা মানুষদের সুরক্ষিত রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে । করোনা ভাইরাসের প্রতিষেধক যতদিন না আবিষ্কার হচ্ছে ততদিন এই রোগের বিষয় বিস্ময় আমাদের আমরা আতঙ্কিত থাকব। এই অবস্থায় এই ধরনের জীবানুনাশক দরজার ব্যবহারের প্রয়োজন আছে। তিনি আরো বলেন আমাদের সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে নিজেদের সর্বদা হাত জীবাণুমুক্ত করে রাখতে হবে।

বর্ধমান রাইস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় এই মার্কেটে ঢোকার সময় এই দরজা ভেতর থেকে যেতে হবে তাতে অনেকটা জীবাণুমুক্ত হবে, শুধু তাই নয় যে সমস্ত বহিরাগত মানুষও যদি নিজেকে প্রয়োজন মনে করে তাকে এই স্প্রে মেশিনে দাঁড়িয়ে নিজেকে স্যানিটাইজ করে নিতে পারেন।

Related posts

বর্ধমানে কৃত্রিম হাত প্রতিস্থাপন

E Zero Point

হলদিয়ার গান্ধী আশ্রমে ছায়াঘেরা পাঠশালা

E Zero Point

স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল স্পিচের বিরুদ্ধে বিক্ষোভ কালনা শহরে

E Zero Point

মতামত দিন