18/09/2024 : 9:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে কৃষক বিরোধী অর্ডিন্যান্স বিরুদ্ধে বিক্ষোভ

নূর আহামেদ, মেমারি, ১০ জুনঃ সারা ভারত কৃষক সভা মেমারি ১ পশ্চিম ব্লক কমিটির উদ্যোগে বুধবার সকালে বামুন পাড়া মোড়ে কৃষক বিরোধী অর্ডিন্যান্স বিরুদ্ধে বিক্ষোভ ও কপি পোড়ানো হয়। ভারত সরকারে কৃষকদের স্বার্থহানী হয় এরকম যে নীতি প্রয়োগ করেছেন তার বিরুদ্ধে বামপন্থীরা গর্জে ওঠেন। তাদের মূল বক্তব্য এই সরকার বড়লোকের সরকার শুধুমাত্র শিল্পপতিদের স্বার্থে নীতি লাগু করেন, দেশের কৃষকদের কথা ভাবেন না। এই অর্ডিন্যান্স এক প্রকার কৃষক খুন করা নীতি। উক্ত কর্মসূচিতে উপস্থিত জয়দেব ঘোষ, ফারাদ আলি মন্ডল, সঞ্জয় দেব, অদ্বৈত ঘোষ প্রমুখ বামপন্থী কৃষক নেতা। এই একই কর্মসূচী রসুলপুর ও পাল্লারোডে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে করা হয়।

Related posts

স্ত্রীর সঙ্গে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ভাতারের এক যুবক

E Zero Point

কোভিড বিধি মেনে মেমারিতে জগৎ গৌরি মায়ের পুজো শুরু

E Zero Point

ভরসন্ধ্যায় মহিলার ব্যাগ ছিনতাই ৩ দুষ্কৃতীর বৈঁচিতে

E Zero Point

মতামত দিন