06/05/2024 : 9:05 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দিশাহীন মেমারির স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা

জিরো পয়েন্ট নিউজ অনন্যা পাল, মেমারি, ১ মার্চ ২০২১:


মেমারি দু’নম্বর ব্লকের বোহার ১ গ্রাম পঞ্চায়েতের স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরি করার জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষণ দেয়া হয়। সেই প্রশিক্ষণ নেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা নিজেরা স্বাবলম্বী হওয়ার আশায় তারা এই প্রশিক্ষণ নিয়ে স্যানিটারী ন্যাপকিন তৈরি করার কাজ শুরু করেন।

এমনটাই জানিয়েছেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা।কিন্তু প্রায় তিন মাস ধরে তারা এই স্যানিটারী ন্যাপকিন তৈরি করলেও এখনো পর্যন্ত তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করা যায়নি। সেই কারণেই নিজেদের স্বাবলম্বী হওয়া নিয়ে দিশাহীন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা । এ প্রসঙ্গে বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা ব্লক প্রশাসনকে জানিয়েছেন। স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের এই সমস্যা সমাধানের জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।

Related posts

ফেরত দিতে হবে টাকা ,মাথায় হাত দিনমজুর সরস্বতী সিং-এর

E Zero Point

ভাতার ও মঙ্গলকোট থানা থেকে রোগীদের ফল বিতরণ

E Zero Point

৭২ তম প্রজাতন্ত্র দিবস পালন মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন