27/04/2024 : 6:27 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের নমিনেডবোর্ড গঠন

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৪ ডিসেম্বর ২০২২:


সব জল্পনার অবসান ঘটিয়ে সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের nominated board গঠন হলো শুক্রবার।
পশ্চিমবঙ্গ সরকারের সমবায় নিয়ম অনুযায়ী নমিনেডবোর্ড গঠন হয়েছে বলে জানালেন বোর্ডের সদস্যরা।

মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ(SKUS) গত ইংরেজি 12 ই ডিসেম্বর ২০২২ নমিনেড বোর্ড গঠনের এপ্রুভ হয়েছিল বলে জানালেন সমিতির পক্ষ থেকে। এরপরে সমবায় সমিতি বাঁচাও নামক এক সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় নোমিনেটেড বোর্ড বাতিলের দাবী জানানো হয় এবং নির্দিষ্ট ভোটাধিকার প্রয়োগ করে বোর্ড গঠনের দাবি ওঠে । কিন্তু এই সব জল্পনা কে দূরে সরিয়েআজ সরকারের নিয়ম মেনে সমিতির সভাকক্ষে মেমারি দু’নম্বর ব্লকে সমবায় দপ্তরের সি,আই ইনচার্জ অরূপকুমার মন্ডল ও সাতগেছিয়া সমবায়ের ইনচার্জ শৈলেন আচার্য উপস্থিতিতে আজ শুক্রবার 23/12/2202 তারিখে 9(৯) জন কে নিয়ে নবনিযুক্ত বোর্ড গঠন করা হলো।


আজ সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডে বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন শরৎচন্দ্র মন্ডল, সহ-সভাপতি তরুণ কুমার ঘোষাল, সম্পাদক গৌতম মুখার্জী, প্যানেল চেয়ারম্যান সুশান্ত কুমার, সদস্য সঞ্জীব বাঁশফোর, চন্দনা ভট্টাচার্য, বাপি লাল টুডু, সমীরন ব্যানার্জি, কৃষ্ণকান্ত পাত্র সহ প্রশাসনের আধিকারিকগণ। এদিনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ডের এক সদস্য সঞ্জীব বাস্পর কি জানিয়েছেন শুনবো।

Related posts

নাদনঘাটে সিটু রক্তদান শিবির মাঝখানে বন্ধঃ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

E Zero Point

কোভিড ভ্যাক্সিনেশন শিবির রায়নায়

E Zero Point

মেমারি সাতগেছিয়াতে রামনবমী পালন

E Zero Point

মতামত দিন