26/04/2024 : 8:18 AM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

চিকিৎসায় সাফল্য দিলো “স্বাস্থ্য সাথী” কার্ড

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, জামালপুর, ১ মার্চ ২০২১:


স্বাস্থ্য সাথী কার্ড এর দ্বারা চিকিৎসায় সফলতা পেলেন পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, তোড়কোনা গ্রামের বাসিন্দা পম্পা চক্রবর্তী । জানা যায় দীর্ঘ দিন যাবৎ ‘হিপ বোনের’ সমস্যায় ভুগছিলেন তিনি । সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেলে, সেই কার্ড-কে সহযোগী করে অসুস্থ পম্পা চক্রবর্তী ভর্তি হন দুর্গাপুর মিশন হাসপাতালে । উক্ত ওই হাসপাতালে ‘হিপ বোনের ‘ অপারেশন হয় তাঁর ।

পরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । পম্পা চক্রবর্তী জানান, স্বাস্থ্য সাথী কার্ড এর দ্বারা আর্থিক এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা সাহায্য পান এবং সাথে দশ দিনের ওষুধও । স্ত্রী পম্পা চক্রবর্তীর সুস্থতায় খুশি স্বামী অসীম চক্রবর্তী ।

Related posts

পৌরনির্বাচনকে পাখির চোখ করে কর্মী সম্মেলন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের

E Zero Point

বর্ধমান টাউন হল ময়দানে শুরু হলো মাঘ উৎসব

E Zero Point

শান্তির ঠিকানা বর্ধমানে মায়ের আশ্রম

E Zero Point

মতামত দিন