28/04/2024 : 2:33 PM
আমার দেশ

প্রথমবার তেরঙ্গা পতাকা তুলেছিলো আজাদ হিন্দ বাহিনী

সন্দীপন সরকার


আজ যেমন ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর ১৩১ তম জন্মজয়ন্তী। কিন্তু আমরা হয়তো অনেকেই আজকের দিনের আর একটি ঐতিহাসিক গুরুত্বটির কথা মনে করতে পারিনি, কিন্তু আজকের দিনেই পরাধীন ভারতবর্ষের মাটিতে, মইরাং-এ নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে প্রথমবার তেরঙ্গা পতাকা তুলেছিলো আজাদ হিন্দ বাহিনী। “১৯৪৪ খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় উৎসব সূচনা করলেন কর্নেল এস. মালিক | নেতাজী জিন্দাবাদ! আমরা ময়রাং দখল করেছি | ইম্ফল আর কতদূর?

Related posts

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ট্যাঙ্গো নাচতে প্রস্তুত !

E Zero Point

“গোয়া সরকার রাজ্যের উন্নয়নের নতুন নীল নকশা নিয়ে এসেছে”-প্রধানমন্ত্রী

E Zero Point

কেরলে গর্ভবতী হাতি খুনে তীব্র প্রতিক্রিয়া নেট দুনিয়ায়

E Zero Point

মতামত দিন