05/05/2024 : 8:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমান শহরে করোনা সংক্রমণ কমলো, আক্রান্ত ৭৮, জেলায় ৩২৯

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২  মে ২০২১:


রবিবার ভোটের রেজাল্ট ঘোষণা হলো। তৃমমূল আবার সরকার গড়ছে। মমতা ব্যানার্জী তার সাংবাদিক বৈঠকে বলেছে করোনা বিরুদ্ধে লড়াই প্রথম কাজ।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৩২৯ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আজ ১ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৯৪৭৬ জন। রবিবার পর্যন্ত জেলায় মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। ১৪১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৫১৭৫ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ১৯, আউসগ্রাম২ – ৪, বর্ধমান পৌরসভা – ৭৮, ভাতার -১২, বর্ধমান১- ১৯, বর্ধমান২- ১৮, দাঁইহাট পৌরসভা- ৪, গলসী১ – ২০, গলসী২ -১, গুসকরা পৌরসভা –  ১৫, জামালপুর – ৬, কালনা পৌরসভা – ৯, কালনা১ – ১৭, কালনা২ – ২,  কাটোয়া পৌরসভা – ১০, কাটোয়া১ – ২, কাটোয়া২ – ৯, কেতুগ্রাম১ – ৫, কেতুগ্রাম২ – ২, খন্ডোঘোষ – ১, মন্তেশ্বর-১৬, মেমারি পৌরসভা – ২, মেমারি১ -১১, মেমারি২ – ১১,  মঙ্গলকোট – ৮, পূর্বস্থলী১ – ৭, পূর্বস্থলী২ – ৬, রায়না১ – ৩, রায়না২ – ২, অন‍্যান‍্য জেলা – ১০ জন
আক্রান্ত হয়েছেন।

 

 

 

 

 

 

Related posts

নানা অজুহাতে রাস্তায় মানুষঃ ছবিতে দেখুন লকডাউনে কঠোর মেমারি থানার পুলিশ

E Zero Point

বর্ধমানে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি তদন্তে কমিশন

E Zero Point

পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটঃ শুরু ২৭ মার্চ থেকেঃ গণনা ২ মে

E Zero Point

মতামত দিন