06/05/2024 : 1:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, মন্তেশ্বর, ১৬ মে ২০২১:


একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেলাহল রাজ্যবাসী অন্যদিকে ভোট পরবর্তী হিংসা যেন এখনও থামার নাম নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেমন শপথগ্রহণের পরে আবেদন করেছিলেন হিংসা থামানোর জন্য ঠিত তেমনই রাজ্যপাল জগদীপ ধনকর হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে প্রশাসনের কাছে আবেদন করেছেন হিংসা থামানোর জন্য দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হোক।

পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মামুদপুর গ্রামে বাপি দাস, বিক্রম দাস, পূর্ণিমা দাস এবং বিজয় দাস নামে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ করা হলো বিজেপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে । বিজেপি নেতাদের অভিযোগ শুধুমাত্র বিজেপি করার কারণেই তাদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বর্ধমান পূর্বের কাটোয়া জেলার সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার । পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি । আহত ওই পরিবারকে এদিনে মধ্যাহ্নভোজন করিয়েছেন তিনি । এমনটাই খবর দলীয় সূত্রে ।

Related posts

বিতর্কিত দৃশ্য নিয়ে প্রতিবাদ পূর্বস্থলীতে

E Zero Point

সদিচ্ছা ফাউন্ডেশনের পথ চলা শুরু কালনায়

E Zero Point

পোর্ট বন্দরের নাম পরিবর্তন এর বিরুদ্ধে স্বারকলিপি বর্ধমানে

E Zero Point

মতামত দিন