24/04/2024 : 3:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমানে ৬০৩ ও মেমারিতে ৫৫ জন আক্রান্ত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৬ মে ২০২১:


আজ থেকে রাজ্যে চলছে লকডাউন, এই লকডাউন সফল করতে মাঠে নামলো পূর্ব বর্ধমান জেলার পুলিশ।  এত প্রচার, সরকারী নির্দেশিকা তবু হুঁশ ফেরেনি অনেকেরই। এদিন বাজারে দেখা গেল অনেকের মুখে মাস্ক নেই।

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৬০৩ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। মেমারি পৌরসভা, মেমারি-১ ও ২ ব্লকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৮০২০ জন। রবিবার পর্যন্ত জেলায় মোট ২৫২ জনের মৃত্যু হয়েছে। ২০৩৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৭৪২৬ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

 

Related posts

‘পল্লিগান্ধী’র জন্মদিনে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির

E Zero Point

রাস্তার কাজ চালুর দাবিতে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা

E Zero Point

তৃণমূল-বি.জে.পি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মঙ্গলকোটের রামনগর গ্রাম

E Zero Point

মতামত দিন