09/05/2024 : 5:18 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা স্যার রাসবিহারী বসুর জন্মবার্ষিকী উদযাপন

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২৫ মে ২০২১:


স্বাধীনতা সংগ্রামী স্যার রাসবিহারী বসুর জন্ম দিবস উদযাপন হলো আজ।স্যার রাসবিহারী বসু জন্মগ্রহণ করেন ২৫শে মে ১৮৮৬ সালে পূর্ব বর্ধমান জেলার, রায়নার, সুবলদহে।রাসবিহারী বসু- কে তাঁর নামটি দিয়েছিলেন, পিতামহ কালীচরণ বসু। রাসবিহারী বসু এবং তাঁর ভগিনী সুশিলা সরকারের শৈশবের বেশিরভাগ সময় কেটেছিল সুবলদহ গ্রামে।

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার রাসবিহারী বসু।রাসবিহারী বসু ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী আন্দোলনের একজন বিপ্লবী নেতা।মহান বিপ্লবী রাসবিহারী বসুর মূর্তিতে মাল্যদান করে তার জন্মদিনের পূর্ণ তিথিতে সশ্রদ্ধ প্রণাম জানালেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা, এদিন বিধায়িকার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রায়না-২ ব্লক সহ-সভাপতি সৈয়দ কলিমুদ্দিন প্রধান তরুণ কান্তি ঘোষ এবং সদস্য থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা।

Related posts

সম্পত্তির কারণে ভাইয়ের হাতে দাদা খুন মেমারিতে, গ্রেপ্তার ৩ জন

E Zero Point

নির্বাচনী প্রচারে বিজেপির হেভিওয়েট দুই মন্ত্রী মেমারিতে

E Zero Point

আমফানে ক্যাগ তদন্তে পুনবিবেচনার আর্জি খারিজ রাজ্যের

E Zero Point

মতামত দিন