27/04/2024 : 11:24 AM
আমার বাংলা

একটি মিষ্টির দাম ১৫০০ টাকা! মিষ্টির মেলা শুরু হয়েছে দোগাছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৭ মার্চ ২০২৪ :


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের দোগাছিয়া দোল তলা এলাকায় ৫০০ বছরের অধিক পুরাতন দোল উৎসবকে সামনে রেখে বড় মিষ্টির মেলা। একটি মিষ্টির দাম ১৫০০ টাকা! আর বড় মিষ্টির আকর্ষণে দূরদূরান্ত থেকে হাজির হয় দোগাছিয়ার এই দোল উৎসবের মেলায় হাজির হয় মানুষ। ৫ টাকা থেকে শুরু হওয়া মিষ্টি এবছর পৌঁছেছে দেড় হাজার টাকার পর্যন্ত। গতকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী চারদিন পর্যন্ত, আর চার দিন বেচাকেনা হবে মিষ্টি। এ প্রসঙ্গে এদিন স্থানীয় এক ব্যবসায়ী মঙ্গলবার তিনি জানান, প্রতিবছরই দোল পূর্ণিমা উপলক্ষে দূর দূরান্ত থেকে মিষ্টি কিনতে হাজির হয় এই মেলায় বহু ক্রেতা, তাদের কথাকে মাথায় রেখে এবছর সর্বাধিক এখনো পর্যন্ত দেড় হাজার টাকার মিষ্টি করা হয়েছে, তাতে ব্যবহার করা হয়েছে ৪ কেজি ছানা একই সাথে একটি তৈরি করতে সময় লেগেছে তিন ঘন্টারও বেশি। আর এই মিষ্টির মেলার জন্যই প্রতিদিনই উপচে পড়া ভিড় হচ্ছে মেলায়।

Related posts

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

E Zero Point

বেসরকারি স্কুলের খরচ দেখতে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

E Zero Point

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক দিবস পালন পান্ডুয়ায়

E Zero Point

মতামত দিন