02/05/2024 : 9:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির প্রতিবন্ধী হিন্দু যুবকের দেহ সৎকারে মুসলিম যুবকরা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ জুন ২০২১:


প্রতিবন্ধী হিন্দু যুবকের দেহ সৎকারে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন মুসলিম যুবকরা। ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভা ২ নম্বর ওয়ার্ড এলাকার।

মেমারি পৌরসভা ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুকুমার বাদলীর বছর ১৬র প্রতিবন্ধী ছেলে সুকুর বাদলী গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। প্রতিবন্ধী হওয়ায় তাকে হাসপাতাল না নিয়ে, বাড়িতে রেখেই চিকিৎসা করছিল পরিবারের সদস্যরা।

বুধবার সাকালে ঐ যুবকের মৃত্যু হয়। কিন্তু করোনা আবহে পেশায় খেতমজুর সুকুমার বাদলীর ছেলে সুকুর বাদলীর দেহ সৎকারে পরিবারের আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী কেউই এগিয়ে আসেনি। তাই প্রতিবেশী মুসলিম যুবকরা উদ্যোগ নিয়ে এগিয়ে আসে হিন্দু যুবকের দেহ সৎকারে।

ধর্ম যার নিজের নিজের, কিন্তু মানুষ মানুষের জন্য। সেই সামাজিক মূল্যবোধ থেকে এগিয়ে এলেন মুসলিম যুবকরা, হিন্দু যুবকের দেহ সৎকারে। স্বাভাবিকভাবে এই কর্ম প্রক্রিয়া নিঃসন্দেহে আবারো প্রমাণ করে এটি মানবিকতার জয়।

Related posts

অবশেষে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি

E Zero Point

ইংরেজবাজার শহরে রুট মার্চ আধা সামরিক বাহিনীর

E Zero Point

হলদিবাড়িতে রােড-শাে করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

E Zero Point

মতামত দিন