21/05/2024 : 4:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনাবিধি মেনে রথযাত্রার পূজা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ১২ জুলাই ২০২১:


করোনাভাইরাসে থমকে রথের চাকা। আজ রথযাত্রা। সারা বছর চলতে থাকা একাধিক উৎসবের মধ্যে রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারত বর্ষ সহ ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়।

কিন্তু গত এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মতো, করোনা ছন্দপতন ঘটিয়েছে রথযাত্রারও। গত বছর এবং এ বছরও মারণ ভাইরাস করোনা আটকে দিয়েছে রথের চাকা। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের রথ যাত্রা উৎসব বিগত ১০ বছর ধরে হয়ে আসছে।

মেমারি রথযাত্রা উৎসব কমিটির সভাপতি স্বপন বিষয়ী জানান যে, ২০১২ সাল থেকে মেমারিতে এই রথযাত্রা শুরু হলেও এই ২ বছর করোনার ফলে রথযাত্রা উৎসব করা হয়নি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি রথের চাকার চাপায় পিষ্ট হয়ে নিপাত যাক মরণ ভাইরাস করোনা। মেমারিবাসীর কাছে তিনি আবেদন করেন করোনার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য।

Related posts

লকডাউনে পুরোহিতদের পাশে জামালপুরের তৃণমূল নেতা মেহেমুদ খাঁন

E Zero Point

বন্যার জলে ভাসল গলসীর দাদপুর গ্রাম

E Zero Point

খণ্ডঘোষ সি ডি পি ও-তত্ত্বাবধানে আলোচনা সভা

E Zero Point

মতামত দিন