05/05/2024 : 8:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের সি.আই.ডি. – তৃণমূল নেতা খুনের ঘটনার প্রাথমিক তদন্তে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৬ জুলাই ২০২১:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম দাস গত সোমবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিল। এরপর ওই নিহত পরিবারের পাশে দাঁড়ায় মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। তিনি প্রশ্ন জানিয়েছিলেন তিন দিনের মধ্যে দোষীরা গ্রেপ্তার হবে। গতকাল দুই ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ পাঠিয়েছিলেন কাটোয়া আদালতে।


এদিকে আজ সকালে ওই তৃণমূল নেতা অসীম দাসের খুনের ঘটনার তদন্তের ভার হাতে নিলেন পাঁচ সদস্যের সিআইডি প্রতিনিধি দল। আজ মঙ্গলকোটের সিওর গ্রাম পুনরায় নানান তথ্য সংগ্রহ করলো ওই সিআইডি দল সঙ্গে ছিলেন ফরেনসিক একটি দল এবং মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি।

মঙ্গলকোট থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে অনেকক্ষণ সিআইডি সদস্যদের বৈঠক হয়। খুনের ঘটনায় সমস্ত কাগজ পত্র হস্তান্তরের করে দেয় পুলিশ সিআইডি হাতে।
সিআইডি দের দাবি খুব তাড়াতাড়ি ঘটনা সঙ্গে যুক্তরা গ্রেফতার হবে।

 

Related posts

বর্ধমান জেলা প্রেস ক্লাবের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা গলসিতে

E Zero Point

মঙ্গলকোটের জাল পাড়ায় বিজেপির আর নয় অন্যায় পথসভা

E Zero Point

করোনা সচেতনতামূলক প্রচারে রেড ভলেন্টিয়ার

E Zero Point

মতামত দিন