13/05/2024 : 3:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি কি জুয়াড়িদের দখলে? আবার গ্রেপ্তার ৪

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৮ জুলাই ২০২১:


গত ২৪ ঘন্টার মধ্যে মেমারি থেকে ১৮ জন জুয়াড়ি গ্রেপ্তার। মেমারি শহরের বিভিন্ন জায়গা থেকে এই গ্রেপ্তার করা হলো জুয়াড়িদের।

মেমারির পারিজাতনগরে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ জুয়ার ঠেকে হানা দেয়। সেখান থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয় ও বাজেয়াপ্ত হয়েছে একটি চারচাকা গাড়ি সহ নগদ  ৪৪৫৬৫ টাকা, তিনটি মোবাইল ফোন, জুয়া খেলার তাস।

শনিবার তালচিনি ডিভিসি পাড়া থেকে ৭ জন এবং নিমো বটতলা এলাকা থেকে আরও ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে রবিবারই বর্ধমান কোর্টে পাঠানো হয়েছে। এরই মধ্যে আবার ৪ জনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।

একেই লকডাউন কিছু মানুষের রুজিরোজগারের ঠিক ঠিকনা নেই তার উপর কিছু অসাধু মানুষ জুয়া খেলায় মত্ত হয়ে উঠেছে। স্বভাবতই মেমারিবাসীর মনে প্রশ্ন জেগেছে মেমারি কি জুয়াড়িদের দখলে চলে যাচ্ছে?

যদিও পুলিশ এই তিনটি ঘটনার সাথে কোন যোগসূত্র আছে কি না তার তদন্ত করছেন কিন্তু প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

Related posts

আন্তরাজ্য স্টেপনি চোরের দল আটক  মঙ্গলকোটে 

E Zero Point

ত্রয়ী সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

E Zero Point

“পথশ্রী অভিযান” প্রকল্পে মেমারি নিমো পঞ্চায়েতে নতুন রাস্তা নির্মাণ

E Zero Point

মতামত দিন