06/05/2024 : 3:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবাঁকুড়া

টানা বৃষ্টিতে বসতবাড়ি সহ চাষের জমিতে জল থৈ থৈ ইন্দাসে

জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ৩০ জুলাই ২০২১:


লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন। রাস্তা ছাপিয়ে জল ঢুকে পড়েছে বসতবাড়িতে। যেসব এলাকায় জল ঢুকে পড়েছে সেইসব পরিবারের সদস্যদের বাড়ি থেকে নিয়ে গিয়ে অন্যত্র রাখার এবং খাবার ব্যবস্থা করেছেন ইন্দাস ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমরুল গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব।

অতিবৃষ্টির ফলে কুমরুল গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি ভেঙে পড়েছে, গ্রামে ঢোকার মূল রাস্তার উপর জল জমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অপরদিকে যে সমস্ত জমিগুলোতে ধান রোপন করা হয়েছিল জলের তোড়ে ভেসে গেছে সেই সমস্ত জমির ধানের চারা গাছ, এমত অবস্থায় কি করবেন ভেবে পাচ্ছেননা ওই গ্রামের মানুষেরা, কুমরুল গ্রাম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন, যে সমস্ত মানুষদের বাড়ি ভেঙে পড়ার ফলে অন্যত্র নিয়ে গিয়ে রাখা হয়েছিল তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই।


এ বিষয়ে ইন্দাস দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন আমাদের অঞ্চলের পক্ষ থেকে যে রিলিফ টিম রয়েছে তারা প্রতিনিয়ত এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছে এবং যে সমস্ত মানুষেরা অতিবৃষ্টির ফলে আটকে পড়েছেন তাদের উদ্ধার করে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, আমিও ঐ সমস্ত এলাকাগুলি পরিদর্শন করেছি, প্রয়জনে আমরা অঞ্চলের পক্ষ থেকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করেছি,

অপরদিকে কুমরুল গ্রামের তৃণমূল নেতৃত্ব সেখ শাহজাহান বলেন আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করেন অতিবৃষ্টির ফলে ঘরবাড়িসহ চাষের জমি জলমগ্ন, এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন পরিবার তাই প্রশাসনের কাছে আর্জি জানায় যাতে ঐ সমস্ত পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন,

 

Related posts

নেতাজী জন্মজয়ন্তী অনুষ্ঠানে পদ্মশ্রী প্রাপক

E Zero Point

সাংবাদিক বৈঠকে গণমাধ্যমকে মুখ্যমন্ত্রী কী বললেন…

E Zero Point

মঙ্গলকোটে রান্নার গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন