05/05/2024 : 3:05 AM
আমার দেশ

আবার নির্ভয়াঃ নাবালিকাকে ধর্ষণের পর খুন দিল্লিতে, পুরোহিত সহ ৩ গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৩ অগাষ্ট ২০২১:


পুরুষের যৌনলালসার শিকার যে আর কত মেয়েকে হতে হবে সেটা বিধাতাই জানেন। দেশে প্রতিদিন ধর্ষণের শিকার হয় শিশু কন্যা থেকে বৃদ্ধা। আবার দিল্লী আর এক নির্ভয়া। রবিবার সন্ধ্যায় দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার শ্মশানের ওয়াটার কুলার থেকে ঠান্ডা জল আনতে গিয়েছিল নাবালিকা। তারপর তাকে আর জীবিত দেখেননি হতভাগ্য মা।

দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় ওই শ্মশানের সামনেই বাবা-মায়ের সঙ্গে থাকত নাবালিকা। আসতে দেরী হওয়ায় তারা চিন্তায় ছিলেন খোঁজাখুজি শুরু করেন। অনেক্ষণ পরে শিশুকন্যার মাকে ডেকে পাঠায় শ্মশান কর্তৃপক্ষরা। নাবালিকার মরদেহ দেখিয়ে বলে, বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মারা গেছে। পুরোহিত-সহ চার জন নাবালিকার মাকে মেয়ের মৃত্যুর খবর পুলিশকে জানাতে নিষেধ করে। তাদের যুক্তি, পুলিশ মৃত্যুর মামলা দায়ের করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেবে। সেখানে ময়নাতদন্ত চলাকালীন চিকিত্‍সকরা নাবালিকার গুরুত্বপূর্ণ অঙ্গগুলি কেটে নিয়ে বিক্রি করে দেবে। তাই তড়িঘড়ি তার সত্‍কার করে দেয় ওই চারজন।” আচমকা গোটা ব্যাপারটা ঘটে যাওয়ায় নাবালিকার মায়ের সন্দেহ হয়।

আচমকা গোটা ব্যাপারটা ঘটে যাওয়ায় নাবালিকার মায়ের সন্দেহ হয়। রবিবার রাতেই ক্ষিপ্ত গ্রামবাসী শ্মশানে পৌঁছে ওই চারজনের গ্রেপ্তারের দাবিতে সরব হয়। ইতিমধ্যেই অভিযুক্ত পুরোহিত রাধেশ্যাম, শ্মশান কর্মী সালিম, লক্ষ্মীনারায়ণ ও কুলদীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইন, এসটি এসসি আইন ও ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে। বলাবাহুল্যে হত্যাকারীদের প্রত্যেককেই চেনেন নাবালিকার মা।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

আগষ্ট মাসে জিএসটি বাবদ মোট রাজস্ব সংগ্রহের পরিমাণ ৮৬,৪৪৯কোটি টাকা

E Zero Point

দৃষ্টিহীন পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো মেমারিতে

E Zero Point

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে থেকে

E Zero Point

মতামত দিন