06/05/2025 : 10:04 PM
আমার দেশ

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে থেকে

অবশেষে ঘোষণা। ২০২১ সালে দশম ও দ্বাদশ শ্রেণির সিবিএসই পরীক্ষা শুরু হবে ৪ মে। পরীক্ষা চলবে ১০ জুন পর্যন্ত। ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। সিবিএসই-র রেজাল্ট বেরোবে ১৫ জুলাইয়ের মধ্যে।

এ দিন ছাত্র-ছাত্রীদের নতুন বছরের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। CBSE বোর্ডের পরীক্ষার তারিখ সাধারণত নভেম্বরের মধ্যেই ঘোষণা করা হয়। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সব কিছু দেরি হয়ে গিয়েছে। ফলে ২০২১ সালে কবে সিবিএসই বোর্ডের পরীক্ষা হবে, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। ইতিমধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ সিলেবাস কমিয়েছে কেন্দ্র।

বিস্তারিত দিনক্ষণ পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে সমস্ত রকম বিধিনিষেধ মেনেই এই পরীক্ষা হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অফলাইন, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে এক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। তাই কোভিড বিধির কড়াকড়ি থাকবেই।

Related posts

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪-এর প্রস্তুতি

E Zero Point

বিরল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্বতঃস্ফূর্ত গণ-তহবিল এবং যক্ষ্মা নির্মূলের বিষয় নিয়ে ডাঃ হর্ষ বর্ধনের পৌরহিত্যে কর্পোরেট জগতের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

E Zero Point

কন্টেনমেন্ট এলাকার বাইরে ক্রমপর্যায়ে সব কাজকর্ম আবার শুরু হবেঃ স্বরাষ্ট্র মন্ত্রক

E Zero Point

মতামত দিন