06/05/2024 : 1:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্কুল সাফাই অভিযানে পূর্ব বর্ধমানের দুই বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ৭ অগাষ্ট ২০২১:


কোভিড মহামারীর কারণে এই মুহূর্তে পড়ুয়াদের নেই স্কুলে পড়াশোনার চাপ, তাই স্কুলে সকলে মিলে সামিল হয়ে করলেন সাফাই অভিযান। একসময় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে গৃহীত হয়েছিল, ‘নির্মল মিশন বাংলা’ কর্মসূচি। সেই ধারা আজও অব্যাহত তারই নিদর্শন রাখলেন, মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস সৈনিকরা।

শনিবার সাফাই অভিযান কর্মসূচি করা হয় পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, কৈয়র অঞ্চলের প্রখ্যাত এবং স্মৃতিবিজড়িত তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ সহ বিদ্যালয় চত্বরে জমে থাকা যাবতীয় নোংরা আবর্জনা পরিষ্কার করেন সকলে মিলে, পাশাপাশি বেশকিছু লতানে অবাঞ্ছিত গাছ কেটে ফেলা হয় পরিষ্কারের স্বার্থে।

শনিবার উক্ত মহৎ কর্ম- যজ্ঞে সামিল হয়েছিলেন, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমানে জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, স্কুলের প্রধান শিক্ষক তপন ঘোষ, রিপন মুন্সী, মলয় ঘোষাল, কৈয়র পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী(দলুই ), ঝর্ণা পাল সহ আরও অন্যান্য অনেকে।

Related posts

মেমারি স্টেশনে দেখতে পাবেন বন্দে ভারত এক্সপ্রেস!!!

E Zero Point

মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ

E Zero Point

কাঁকসায় গতির বলি দুই

E Zero Point

মতামত দিন