02/05/2024 : 7:18 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আগামী প্রজন্মের স্বার্থে বৃ্ক্ষরোপন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, জামালপুর,  ৮ অগাষ্ট ২০২১:


বিশ্বায়নের যুগে যে হারে বৃক্ষনিধন চলছে, সেই হারে বৃক্ষরোপণ হচ্ছে না। ফলে অক্সিজেনের অভাব আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেন সরবরাহ বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

রবিবার আঝাপুর অজিত স্মৃতি মিলন সংঘ ও মেমারির স্বেচ্ছা সেবী সংস্থা আঁচল এর উদ্যোগে বৃক্ষ রোপোন করা হল ক্লাব চত্বরে। সংস্থার পক্ষ থেকে সমরেশ সেন জানান যে, আগামি প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে সকলকেই অবশ্যই বৃক্ষ রোপন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছপালার ভূমিকা যে কতটা তা সফল মানুষের বুঝতে এবং জানতে হবে এই লক্ষ্যেই আগামীদিনে চলবে বৃক্ষরোপণ কর্মসূচি।

Related posts

কান্দি রেড ক্রসের উদ্যোগে অক্সিজেন কন্সেন্ট্রেটর উদ্বোধন

E Zero Point

ইতিহাসে থাকলেও ভুগোলে মঙ্গলকোটের এই গ্রাম শুধুই ভুতুড়ে

E Zero Point

এনজিও উড়ানের মানবিক কর্মসূচি

E Zero Point

মতামত দিন