06/05/2024 : 1:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৫ অগাষ্ট ২০২১:


মেমারি শারদাঞ্জলি দুর্গোৎসব কমিটি ও মেমারি দধীচি ফাউন্ডেশনে যৌথ উদ্যোগে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার মেমারি বামুন পাড়া মোড় এলাকায় একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল করোনাকালে যারা প্রথম সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষদের জন্য তাদের কাজের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া।

কোভিড যোদ্ধা হিসেবে সংবর্ধিত করা হয় স্থানীয় আশা কর্মীদের, স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এছাড়াও স্থানীয় গর্ভবতী মহিলাদের হাতে কিছু ফল তুলে দেয়া হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভা পরিচালন কমিটির সদস্য সুপ্রিয় সামন্ত, মেমারির খুদে বিজ্ঞানী দিগন্তিকা বোস সহ অন্যান্য স্থানীয় গুণী ব্যক্তি বর্গ।

এছাড়াও সারাদিন ব্যাপী অঙ্কন, কুইজ প্রতিযোগিতা, সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় স্থানীয় কলাকুশলীদের নিয়ে।

এদিন রাতে সঙ্গীত পরিবেশন করেন মেমারির প্রসিদ্ধ শিল্পী তুহিন কুমার যশ।

Related posts

“চাক্কা জ্যাম” কর্মসূচি পাণ্ডুয়ায়

E Zero Point

পূর্বস্থলী ১ নম্বর ব্লকে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন

E Zero Point

শ্রদ্ধায় দুই শহীদ স্মরণ কালনা

E Zero Point

মতামত দিন