25/04/2024 : 9:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনার স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুললো মেমারি সাতগেছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ১৬ নভেম্বর ২০২১:


সরকারের নির্দেশিকা মেনে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শ্রেণিকক্ষে পঠন-পাঠন চালু হলো ১৬ ই নভেম্বর থেকে । মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া বাজার উচ্চমাধ্যমিক স্কুলে সেইমতো শুরু হলো পঠন-পাঠন । নির্দেশিকা মেনে আগেই স্কুল স্যানিটাইজ করা হয়েছে । তারপরে চারটি ক্লাসের সেকশন ভাগ করে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক নিয়ে শুরু হয়েছে ক্লাস ।

পাশাপাশি করনা স্বাস্থ্যবিধি কে মান্যতা দিতে চারটি ক্লাসের ছাত্র ছাত্রীদের স্কুলের রিপোর্টিং টাইম এবং ক্লাস শুরু হওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ।সাতগেছিয়া বাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক রায় কি জানান,  সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে করোনাবিধি মেনে স্কুল খোলার অনুমতি দেওয়ার জন্য।


Related posts

বিশ্বখ্যাত কন্যাশ্রী দিবস পালন খন্ডঘোষে

E Zero Point

জমি বিবাদকে কেন্দ্র করে গুলি-বোমা

E Zero Point

কৃষি আইনের বিরোধিতা করে ভাতারে বাম সংগঠনের পথ অবরোধ

E Zero Point

মতামত দিন