02/05/2024 : 12:29 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন গ্ৰাহকদের হাতে ফিরিয়ে দিলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৯ অগাষ্ট ২০২১:


পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার বর্ধমান জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে জেলার বিভিন্ন জায়গা থেকে হাড়িয়ে যাওয়া ৬৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে। কোভিড প্রটকল মেনে এদিন ৩১জন গ্ৰাহকের হাতে এই মোবাইল ফোনগুলো ফিরিয়ে দিলেন গ্ৰাহকদের হাতে জেলা পুলিশ ।

এদিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল‍্যান সিনহা রায় গ্ৰাহকদের হাতে এই মোবাইল ফোন গুলো তুলে দিলেন । তাছাড়া এদিন উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, উপস্থিত ছিলেন ডিআইবি ডিএস পি বিরেন্দ্র কুমার পাঠক সহ অনান‍্য পুলিশ কর্মীরা। এই মোবাইল ফোন পেয়ে খুবি খুশি বলে জানান গ্ৰাহকরা।

Related posts

মেমারিতে জুয়ার ঠেকে পুলিশি হানা, গ্রেপ্তার ৩

E Zero Point

বিদায় বেলায় বিষাদের সুর… মেমারির বিবেকানন্দ ইয়ংস কর্ণারে

E Zero Point

মেমারির রসুলপুর পোস্ট অফিসে প্রতারিত গ্রাহকদের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন