05/05/2024 : 1:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে দুয়ারে শিক্ষক সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২১:


আজ  ৫ই সেপ্টেম্বর। আজকের দিনটিতে প্রতিবছর দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ হওয়ার আগে সর্বপল্লি রাধাকৃষ্ণণের পরিচিতি ছিল একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবে। তাই তার জন্মদিনকে শিক্ষক দিবস কবে পালন করা হয়।

চা চক্রের মাধ্যমে জনসংযোগের পর এবার শিক্ষক দিবসে দুয়ারে শিক্ষক সংবর্ধনা চালু করলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল।

মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের নিয়ে শিক্ষক দিবসের দিন সকাল‍ে মেমারি হাসপাতাল থেকে টোটো রেলি করে মেমারি শহরের সেই সকল শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা জানানো হয়,যারা শিক্ষক দিবস থেকে শারীরিক কারণে বিরত থেকে গেছেন অথবা কর্ম জীবন শেষ করে বাড়িতে বসে দিন কাটাচ্ছেন।

মেমারি শহর তৃণমূল কংগ্রেসের এই নতুনত্ব কর্মসূচিতে খুশি অবসরপ্রাপ্ত শিক্ষক থেকে শুরু করে বর্তমান কর্মরত শিক্ষকেরাও খুশি মেমারী বাসীও।



Related posts

মেমারি শ্রীধরপুরের পুকুরপাড়ে অস্বাভাবিক মৃত্যু

E Zero Point

১০০ দিনের কাজের মজুরি ৯৬ টাকা, পূর্বস্থলীতে বিক্ষোভ

E Zero Point

মোদী-মমতার হাই ভোল্টেজ মিটিংঃ সৌজন্য সাক্ষাত কি রাজনৈতিক নয়?

E Zero Point

মতামত দিন