19/03/2024 : 8:34 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী!!!

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর,  ১০ সেপ্টেম্বর ২০২১:


গত বিধানসভা ভোটের আগে শুরু হওয়া দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মানুষ উপকৃত হয়েছেন এমনকি তৃণমূল কংগ্রেসকে ভোট বৈতরণী পার করতে এই প্রকল্প অনেকটাই অগ্রনী ভুমিকা নিয়েছে।

রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সাথী কার্ড ও লক্ষ্মীর ভান্ডারের জন্য মা-বোনেদর ভিড় লক্ষ্য করা যাচ্ছে দুয়ারের সরকারের ক্যাম্পে। তার সাথে দেখা যাচ্ছে অভিনব উপায়ে জমা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম। পূর্ব বর্ধমান জেলা জামালপুর ব্লকের পাড়াতল ১ পঞ্চায়েতের পর্বতপুর হাই স্কুলে আজ দুয়ারে সরকার কর্মসূচির অস্থায়ী ক্যাম্প হয়। সেই ক্যাম্পে দেখা গেল স্থানীয় এক কণ্যাশ্রী মা লক্ষ্মীর বেশভূষায় অবর্তীর্ণ হয়েছেন। প্রতীকি মা লক্ষ্মীর হাতেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিচ্ছেন মহিলারা। ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন রাজ্যের এস টি সেলের রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের সহকরি সভাধিপতি দেবু টুডু। তিনি মা লক্ষ্মী কে প্রণাম করে তাঁর লক্ষ্মীর ভাঁড়ে প্রণামীও দিলেন। একথা বলাই যায় এবারের দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাষ্টার স্ট্রোক।

এছাড়াও ক্যাম্প পরিদর্শনে আসেন জেলার যুব সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলোক মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক সভাপতি মেহেমুদ খান, পূর্তের কর্মাধক্ষ্য তথা যুব সভাপতি ভুতনাথ মালিক, প্রধান উত্তম হাজারী, উপ প্রধান শ্রীজীব ঘোষ সহ অন্যান্যরা।



Related posts

প্রেমের সম্পর্কে ধোঁকা দেওযায় আত্মঘাতী প্রেমিকা

E Zero Point

মেমারির ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টেরঃ জেনে নিন ক্ষতিপূরণ পেতে কি ভাবে আবেদন করবেন

E Zero Point

বিপুল পরিমাণে মদের বোতল উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন